• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

চতুর্থবারের মতো বাতিল হল ফেঞ্চুগঞ্জ সার কারখানার দরপত্র

সিলেট প্রতিনিধি: উন্মুক্তকরণের দিনই ফের বাতিল হলো ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের দরপত্র। নির্দিষ্ট সময়ের আগে শিডিউল জমা না পড়ায় সেটি বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে চারবারের মতো সার কারখানার দরপত্র আহবান করা হয়। এর আগে আরও তিন বার দরপত্র আহবান করা হয়েছিল। কিন্তু অংশগ্রহণকারীরা টাকা দিতে না পারায় তা বাতিল করা হয়।২১ আগস্ট সোমবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা ছিল। এ জন্য সব আয়োজনও করেছিল কর্তৃপক্ষ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিডিউল না পড়ায় দরপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল (র.) সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এ.টি.এম বাকী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ শিডিউল দাখিল করতে পারেননি। ফলে আইন অনুযায়ী এই দরপত্র আপনা-আপনি বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষ পুনরায় দরপত্র আহবান করবে।এ বিষয়ে শাহজালাল (র.) সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুর রহমানকে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।সূত্র জানায়, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসির শিল্প প্রতিষ্ঠান সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল (র.) সার কারখানার মাতৃ প্রতিষ্ঠান ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (এনজিএফএফএল)। একের পর এক দরদাতা প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ায় গত ১ আগস্ট এনজিএফএফএল স্ক্র্যাপ মালামাল বিক্রিতে সীমিত দরপত্র (এলটিএম) আহবান করে।দরপত্র সংগ্রহের শেষ দিন ছিল ২০ আগস্ট এবং দরপত্র গ্রহণের সময়ে ছিল ২১ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় এবং বেলা আড়াইটায় উন্মুক্ত করার সময় নির্ধারণ করা ছিল। কিন্তু শিডিউল ক্রয়কারীরা যথাসময়ে দরপত্র দাখিল করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী চতুর্থবার দরপত্র বাতিল হলো। এ কারণে আবারও দরপত্র আহবান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।