স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুজন ফেন্সিডিলসহ গ্রেফতার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন প্রকাশ সুজন (৩২) কে ৭২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।গ্রেফতার সুজন উপজেলার ছাতারাপাইয়া ইউপির ১নং ওয়ার্ড ছাতারপাইয়া কোঠের বাড়ির আব্দুল হাইয়ের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক।নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৬ এপ্রিল রোববার রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে থেকে ২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক কারবারি সুজনকে গ্রেফতার করে।পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করে ডিবি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ৭ এপ্রিল সোমবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।