• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৭:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৭:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফেরি রজনীগন্ধা উদ্ধারের অষ্টম দিন: ৮টি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অবশেষে অনেকটাই দৃশ্যমান হয়েছে।২৪ জানুয়ারি বুধবার দুপুরের দিকে ডুবে থাকা ফেরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এক পাশ টেনে তোলে ফেরিটির। পরে ফেরিটিকে টেনে পাড়ের দিকে টেনে আনা হয়।অপরদিকে উদ্ধারের অষ্টম দিনে ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ৮টি উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। বাকি একটি ট্রাক শনাক্ত করা হচ্ছে। উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছেন। সাথে রয়েছে প্রত্যয়, রুস্তম, হামজা ও আধুনিক ঝিনাই-১ নামের উদ্ধারকারী জাহাজ।বিআইডব্লিউটিএ নৌপথের অতিরিক্ত পরিচালক মো. আব্দুস সালাম জানান, ফেরি ডুবির অষ্টম দিনে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার উদ্ধারের কাজ চলমান রয়েছে। এছাড়া এই দিন আরও একটি ট্রাক উদ্ধার করা হয়। বাকি একটি ট্রাক শনাক্ত করার চেষ্টা চলছে। গত কয়েক দিন ফেরির ভিতর এয়ার লিফটিংয়ের মাধ্যমে বাতাস দিয়ে হালকা করে টেনে তোলা হয়েছে।উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বুধবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধা পাটুরিয়ার অদূরে এসে ৯টি যানবাহন এবং ২১ জন মানুষসহ ডুবে যায়। তাদের মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।