• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪২:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪২:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৬১ ঘণ্টা ২০ মিনিট পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।১১ নভেম্বর সোমবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দিলে বেলা সাড়ে ১২টার দিকে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাটটি। পরে, দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে শুক্রবার রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুই ঘাট প্রান্তে আটকা পড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা থাকায় বিপাকে পড়তে হয় যানবাহন চালক ও সহযোগীদের।বিআইডব্লিউটিসি, আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি। সিরিয়াল অনুযায়ি ট্রাকগুলো পারাপার করা হবে বলে জানান এই কর্মকর্তা।আরিচা-কাজিরহাট নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।প্রসঙ্গত, নাব্য সংকটের কারণে পহেলা নভেম্বরও সাড়ে ৩৭ ঘণ্টা এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো।