মাদক নির্মূল ও সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আব্দুর রউফ এমপি
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসাতে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭)।১৪ জুলাই রোববার বিকেলে উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধনী খেলায় গোপকগ্রাম ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে খোকসা ইউনিয়ন ফুটবল একাদশ।এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা এবং সুস্থ-সুন্দর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আগে অতীতে কোনো সরকার এমন আয়োজনের কথা চিন্তাও করেনি।আয়োজকরা জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১০টি বালক দল খেলায় অংশগ্রহণ করছে।