পাইকগাছায় বজ্রপাতে নিহত ১, আহত ২
খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় সন্তোষ-সুভদ্রা সানা দম্পতিও আহত হয়েছেন। ১৯ অক্টোবর শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শনিবার সকালে ভুট্টোর চিংড়ি ঘেরে লাকি গাজী, সন্তোষ ও তার স্ত্রী সুভদ্রাসহ ৪ জন শ্যাওলা পরিষ্কারের কাজ করছিল। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে লাকি নিহত হয়। সন্তোষ-সুভদ্রা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত লাকি (৪৫) লক্মীখোলা গ্রামের তোফাজ্জল গাজীর ছেলে। আহত সন্তোষ (৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা( ৫৯) চাঁদখালীর হেতালবুনিয়া গ্রামের অধিবাসী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, সকাল ৯টার দিকে উপজেলার ওড়াবুনিয়াতে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে।