• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:২৪:২১ (29-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:২৪:২১ (29-Jan-2025)
  • - ৩৩° সে:

মধুপুরে প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ডিসির শুভেচ্ছা বিনিময়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে টাঙ্গাইলের ডিসির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে মধুপুর পৌর শহরের মালাউড়ি স্কুল ক্যাম্পাসে এ শুভেচ্ছাবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা ডিসি শরীফা হক।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোহাইমিনুল ইসলাম, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার।এ সময় টাঙ্গাইলের ডিসি শরীফা হক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডিসি শরীফা হকের অঙ্কিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী ডিসি নিয়ে অঙ্কিত ছবি উপহার দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোষাক ও গিফট বিতরণ করা হয়। এরপর ডিসি মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব ও আইসিটি ক্লাবের অনুষ্ঠান শেষে মধুপুর উপজেলা গ্রন্থাগার, লাল মাটি অঞ্চলের শালবন বার্তা ২৪ ডট কম নিউজ পোর্টালের উদ্বোধন করেন।উপজেলা পরিষদ চত্বরে বকুল ফুলের একটি গাছের চারা রোপণ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন ডিসিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।