হল পরিদর্শনে ববির উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি। ২২ নভেম্বর শুক্রবার রাত ৮টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে তিনি হলের সার্বিক পরিবেশ, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা, খাদ্যের মান এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এ সময় শিক্ষার্থীরা কমন রুমের জন্য পর্যাপ্ত চেয়ার, রিডিং রুমের জন্য ফিল্টার, ঘড়ি, ডাইনিংয়ের বাবুর্চি পরিবর্তন, হলের সামনে পরিষ্কার, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি শিক্ষার্থীদের দাবি শুনেন এবং বলেন, আমি আপনাদের কাছে পরিচিত হতে এসেছি। আমাদের উপাচার্য ম্যাম এ বিষয়ে অবগত আছেন। আজকে এসে যা জানলাম, এগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরকে ইনেশিয়েটিভ নেওয়ার জন্য বলব। প্রোভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হল পরিদর্শনে যান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট শারমিন আক্তার এবং হাউজ টিউটর তাসনিম জাহান ইমা।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট শারমিন আক্তার বলেন, আমরা পরবর্তী যে মিটিংগুলো করবো সেগুলো সাউন্ড সিস্টেমের মাধ্যমে করতে পারবো এবং টিভি কিছু দিনের মধ্যেই চলে আসবে। আলোর ব্যবস্থা করব এবং হলের ছাদে হ্যালোজেন লাইট লাগানো হবে, চারিদিকে একবারে ঝকঝকে আলো হবে।