ইতিহাস গড়ে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা
স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে টেস্ট সিরিজে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করলো বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।এই সিরিজের আগে ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এবার প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ে মধ্য দিয়ে গড়লো ইতিহাস।টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। প্রথম ইনিংসে পাকিস্তান করে ২৭৪ রান। জবাবে বাংলাদেশ করেছে ২৬২ রান।দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। ১৮৫ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ৪র্থ দিন শেষে ২ ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলাম ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪২ রান। জয়ের জন্য প্রয়োজন ছিলো আরও ১৪৩ রান।৫ম দিনে আগের দিনের ৪২ রানের উদ্বোধনী জুটিতে যোগ করলো আরও ১৪ রান। দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান।পরে আসেন অধিনায়ক নাজমুল শান্ত আর মুমিনুল। ২০ ওভার খেলে দুজন যোগ করেন ৫৭ রান। ব্যক্তিগত ৩৮ রান করে আউট হন অধিনায়ক শান্ত। মুমিনুল করেন ৩৪ রান।শেষে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।১৩৮ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হন লিটন কুমার দাস। ম্যান অফ দ্যা সিরিজ হন মেহেদী হাসান মিরাজ।