ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে
পঞ্চগড় প্রতিনিধি: ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হলেও এর কোন প্রভাব পড়েনি দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলু রপ্তানীর ধারাবাহিকতায় বৃহস্পতিবারেও ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার ১৪৭ মেট্রিক টন আলু নেপালে গেছে। এখন পর্যন্ত মোট ৩৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানী হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক চিটাগুড়, ভারত থেকে ৫ ট্রাক আতপ চাল, নেপাল থেকে ৩ ট্রাক কাচ, ভারত থেকে ১ ট্রাক বোল্ডার পাথর এসেছে।অপরদিকে নেপালে রো-জুট ৮ ট্রাক, ফ্রেস পটেটো ৭ ট্রাকে ১৭১ মেট্রিক টন, ৬ ট্রাক টিস্যু পেপার, কটন র্যাগস ২ ট্রাকসহ পণ্য রপ্তানী পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে।বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও স্বাভাবিক রয়েছে আমাদের স্থলবন্দর। আগের মতোই আমদানি-রপ্তানী কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকে বন্দর সংশ্লিষ্ট দেশগুলোতে আমদানি পণ্য প্রবেশ করছে ও রপ্তানী হওয়া পণ্য বাংলাদেশ থেকে যাচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত বন্দরটিতে ৪৯ ট্রাক পণ্য আমদানি, ২৪ ট্রাক পণ্য রপ্তানী পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করেছে।প্রসঙ্গত, গত ৮ এপ্রিল মঙ্গলবার ভারতের ভূখন্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। এতে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে গেলেও এ স্থলবন্দরটি দিয়ে নেপাল ও ভুটানের সাথে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।