• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১০:০১:৪৩ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১০:০১:৪৩ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক করেছে মাধবদীর ব্যবসায়ীরা।১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা মাধবদী বাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে ব্যবসায়ী নেতা ও নরসিংদী চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি মোমেন মোল্লা, সাবেক সভাপতি সিআইপি মোশাররফ হোসেন, মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনসহ মাধবদীর ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিমুল তলা থেকে পাঁচদোনা পর্যন্ত ২.৫০কি.মি. রাস্তা কমানোর জন্য ১৫০ একর জমি অধিগ্রহণ করতে হয়। অথচ বর্তমান মহাসড়কের সাথে মাত্র ১৫-১৮ একর জমি অধিগ্রহণ করলে একদিকে কৃষিজমি ও মাধবদী, বাবুরহাট বাজার রক্ষা পাবে। প্রতি সপ্তাহে বাবুরহাট বাজারে ৫ হাজার কোটি টাকা লেনদেন হয়। এ অর্থনৈতিক চাকাকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। মাধবদী, বাবুরহাট এলাকার ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে প্রয়োজনে রক্ত ঝরাতে দ্বিধাবোধ করব না। ঐতিহ্যবাহী মাধবদী ও বাবুরহাটের শিল্পকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলে মিলে জোর আন্দোলন গড়ে তুলতে হবে।