• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৪:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৪:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফকিরহাটে উডটেক প্লাইউড ফ্যাক্টরিতে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি উডটেক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের শুকদাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানান, ফকিরহাটের শুকদাড়া এলাকায় উডটেক কারখানায় রাত ৩টার দিকে আগুন দেখতে পান। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানতে পারে উডটেক কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর ইসলামের নেতৃত্বে ফকিরহাট, রামপাল ও খুলনা থেকে তিনটি ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানাটির মালিক ফকিরহাটের সরদার মিজানুর রহমান। প্রাথমিকভাবে ৩০/৩৫ কোটি টাকার প্লাইউড নষ্ট হয়েছে বলে জানা গেছে।ফকিরহাট ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।