মাধবদীতে বাজার পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। ১৩ আগস্ট মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত মাধবদী বাজারের ব্যবসায়ীদের সাথে দেখা করেন নেতৃবৃন্দ।নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার নেতৃত্বে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মো. কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মো. মোতালিব হোসেন, এনামুল হক মনির, হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, ব্যবসায়ী মো. মামুন, মো. হাবিবুর রহমান, মাহফুজুর রহমান কালাম প্রমুখ।নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ব্যবসায়ীদের বলেন, মাধবদী একটি ব্যবসায়ীক এলাকা। এখানে সবাই শান্তি প্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করবে। ব্যবসা পরিচালনা করতে গিয়ে কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে ১১ জনের মৃত্যুসহ বহু মানুষ আহত হয়। আন্দোলন থেকে পরবর্তী সময়ে এখনো পর্যন্ত ব্যবসায়ীরা তাদের ব্যববসা বাণিজ্য নিয়ে চিন্তায় আছেন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ আনতেই আজকের সাক্ষাৎ।