• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করলো বাপুস

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় বাপুসের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি কবি প্রাকৃতজ শামিম রুমি টিটন ও সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।বিশেষ দোয়া মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শের আলোকে সংগঠনকে আরও গতিশীল করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।বক্তারা বলেন, নবুয়তের প্রাপ্তির বহু আগেই রাসূল (স:) ‘আল-আমিন’ উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়াও তিনি তাঁর সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন৷ তিনি বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং মাপে কম দিতে নিষেধ করেছেন। সেই শিক্ষার আলোকে প্রকাশনা শিল্পকেও সততা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নতি ও কল্যাণে দৃঢ় অবস্থান নিতে হবে।