• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১৩:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১৩:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ফকিরহাটে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে শপথবাক্য পাঠ, কেসস্টাডি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১ নভেম্বর বুধবার বাগেরহাটের ফকিরহাট নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা।এ সময় অতিথিবৃন্দ বলেন, বাল্যবিবাহ দেওয়া একটি যৌন হয়রানিমূলক সামাজিক অপরাধ। এই সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একযোগে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে সচেতনতা বাড়ানো এবং বাল্যবিবাহ ও যৌন হয়রানির প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। শিক্ষার্থীদের পরিবারের সাথে যৌন বিষয়ে খোলামেলা আলোচনা করাও গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের মধ্যে আত্ম-বিশ্বাস এবং আত্ম-সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। সমাজের মধ্যে বাল্যবিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে একটি সুস্থ মনোভাব তৈরি করতে হবে। সরকার এবং সামাজিক সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারণার মূল লক্ষ্য।