• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সরকার দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে: কমরেড খালেকুজ্জামান

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশের সমাজাতান্ত্রিক দল-বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, শাষক বুর্জোয়া গোষ্ঠী স্বাধীনতার পর থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের গণ আকাংক্ষা ন্যায়বিচার ও সাময়িক মর্যাদা ছুড়ে ফেলে দিয়েছে।আজ সমাজে ন্যায় বিচার কথাটি থেকে ন্যায় শব্দটি উঠে গেছে। শাষকদের মন রক্ষা করার কারনে এখন বিচারের বাণী নিরবে নিভৃতে কাদে। সরকার বলেছে সংবিধারে বাইরে এক চুলও নড়বেনা। তারা মুখে ফেনা তুলে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে জনগণের ক্ষমতায়নকে একতরফা কর্তৃত্ব ও জাল-জালিয়াতি করে সংঘর্ষের দিকে দেশকে ঠেলে দিচ্ছে।২৫ নভেম্বর শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা বাসদের প্রথম সম্মেলনের উদ্ধোধনী বক্তবে তিনি এসব কথা বলেন।বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রসিদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টুসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।এর পূর্বে বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলন উদ্ধোধনের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে টাউন হল চত্বর থেকে লাল পতাকার র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বর সম্মেলনস্থলে এসে শেষ হয়। সম্মেলনের ২য় পর্বে বরিশাল জেলা বাসদের সমন্বয়ক নির্বাচিত করা হয়।