• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০২:১৯:২৬ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০২:১৯:২৬ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাস সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বাস সার্ভিস চালু করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে ও অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।