• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জানিয়ে বিআইইউ উপাচার্যের বিবৃতি

বিআইইউ প্রতিনিধি: স্বাধীনতাকামী ফিলিস্তিন জনগণের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।২৭ মে সোমবার এক বিবৃতিতে তিনি স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে তাদের উপর বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানান।বিবৃতিতে তিনি আরও বলেন, ফিলিস্তিন জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, ইসরায়েলি দখলদার বাহিনী আগ্রাসন ও গণহত্যার মাধ্যমে নির্মূলের চেষ্টা চালিয়ে আসছে। তবে সম্প্রতি গাজা ও রাফা এলাকায় ইসরাইলের বর্বর হামলায় বিশ্ব জনগণ জেগে উঠেছে।এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এ জন্যে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে।উপাচার্য ড. মো: আমিনুল বলেন, বাংলাদেশের মুসলিম জনগণ সর্বদাই ফিলিস্তিন জনগণের সঙ্গে রয়েছে। আমরা মনে করি, একমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও স্বীকৃতির মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব।