• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০৭:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০৭:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

‘বিএসএস: কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার অপরিহার্য অনুষঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস (বিএসএস): কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার অপরিহার্য অনুষঙ্গ’ শীর্ষক সিপিডি সেমিনারের আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ২৭ ডিসেম্বর বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমান।এতে সভাপতিত্ব করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অধিবেশন পরিচালনা করেন।আইসিএসবি’র বিজ্ঞ ফেলো সদস্যগণ সিপিডিতে প্রবন্ধসমূহ উপস্থাপন করেন। এম নুরুল আলম এফসিএস উপস্থাপন করেন বিএসএস-১: পরিচালনা পর্ষদের সভা, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস উপস্থাপন করেন বিএসএস-২: সাধারণ সভা এবং বিএসএস-৬: সার্কুলেশন বাই  রেজুলেশন, প্রফেসর ডক্টর ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস বিএসএস-৩: মিনিটস, মুহাম্মদ আমিনুর রহমান এফসিএস উপস্থাপন করেন বিএসএস-৪: লভ্যাংশ এবং মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস উপস্থাপন করেন বিএসএস-৫: ইলেকট্রনিক মোডের মাধ্যমে মিটিং (ভার্চুয়াল বা হাইব্রিড মিটিং)।ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস তার স্বাগত বক্তব্যে সকলকে আইসিএসবির ফ্ল্যাগশিপ লার্নিং প্রোগ্রাম সিপিডিতে যোগদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের সিপিডি প্রোগ্রামের মাধ্যমে ইনস্টিটিউটের সদস্যগণ যুগোপযোগী জ্ঞান অর্জন করতে পারেন।তিনি উল্লেখ করেছেন যে চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ এর ধারা ১২(১) এবং চার্টার্ড সেক্রেটারি রেগুলেশনস, ২০১১ এর রেগুলেশন ৪৩-এর উপ-ধারা ১ (চ) এর বিধান অনুসারে আইসিএসবি-এর কাউন্সিল ২০১১ সালে একটি সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড বোর্ড (এসএসবি) গঠন করে। এসএসবি বাংলাদেশ এবং অন্যান্য দেশে প্রযোজ্য আইন, ব্যবসায়িক পরিবেশ এবং উন্নত সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিবেচনায় নিয়ে সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। বিএসইসি তাদের কর্পোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এর মধ্যে ৪ টি বিএসএস-কে অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে  কর্পোরেট সুশাসনকে শক্তিশালী করার মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলিতে উন্নয়ন সাধন হয়েছে।অনুষ্ঠানে আইসিএসবি’র বিপুল সংখ্যক সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের পর একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি এবং অধিবেশনের চেয়ারম্যান অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।শেষে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, আইসিএসবি প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রবন্ধ উপস্থাপক, আলোচক, আইসিএসবি’র প্রেসিডেন্ট ও সদস্যবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অধিবেশন শেষ করেন।