• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আমরা মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মুহাম্মদ খুরশিদ আলম বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি,আমরা তাদের কথা সারা জীবন স্মরণ রাখব।তিনি আরও বলেন, তারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করে গেছেন, আমরা সততা ও দক্ষতার সাথে যে যে দায়িত্বে আছি, সঠিকভাবে সে দায়িত্ব পালন করব। তাহলেই এই দেশটা সত্যিকার অর্থে সোনার বাংলা হবে।গাইবান্ধার সাঘাটায় মুক্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে  ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ক্রীড়া সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় ৫ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্রয়াত  ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মেয়ে ফারজানা রাব্বি বুবলি।এছাড়াও মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।