• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:১৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:১৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা সদরে অবস্থিতি মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।১৩ জুন বৃহস্পতিবার সকালে মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও খানসামা বিএম কলেজের অধ্যক্ষ আসম গোলাম কিবরিয়া জেহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে ১৫টি স্টলে স্কুলের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা তাদের নিজেদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবন প্রদর্শন করে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, বর্তমান যুগে বিশ্বে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা খুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে পারবে।মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণির বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষকমণ্ডলী।