• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বিচার অঙ্গনে আলোকিত মডেল ম্যাজিস্ট্রিসি উপহার দিয়ে বদলিজনিত কারণে বিদায় নিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে বদলি জনিত কারণে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ।নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ও মো. হায়দার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী, মোহাম্মদ শামসুর রহমান ইনসান, মো. নুর মহসীন, মোহাম্মদ বেলায়েত হোসেন।বিদায়ী ভাষণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি মডেল ম্যাজিস্ট্রেসি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে কারণ এই আদালতের বিজ্ঞ বিচারকগণ ও সহায়ক কর্মচারীবৃন্দ বিচার প্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক দৌরাত্মসহ সকল অপশক্তি মোকাবিলা করে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে ঢেলে সাজানো হয়েছে। নানা সংস্কার কাজ সম্পন্ন করে বিচারপ্রার্থী মানুষের কল্যাণে আমি নিয়োজিত ছিলাম। আজ বদলি জনিত কারণে বিদায় নিলেও পরবর্তী কর্মস্থলে যাতে সততা, দক্ষতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন পেশকার রঞ্জন চন্দ্র ও কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন, প্রসেস সার্ভার মোহাম্মদ দেলোয়ার হোসেন।উল্লেখ্য, বিগত ১ বছরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাপক উন্নয়নমূলক কাজসহ বিচার প্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ছিলেন। তিনি হাজতখানার সংস্কার ও পাঠাগার নির্মাণ, নামাজ পড়ার ব্যবস্থা, সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা, সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, মাদকদ্রব্য ধ্বংস করার জন্য সর্ববৃহৎ চুল্লি নির্মাণ, পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসহ ব্যাপক কাজ সম্পন্ন করে গেছেন।