ইটনায় কাঁচামরিচ ৫০০ টাকা কেজি, বিপাকে সাধারণ মানুষ
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনার খুচরা বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সিন্ডিকেটের কারণে এভাবে দাম বাড়ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে মরিচের ক্ষেত ক্ষতি হয়েছে এবং আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে।১৩ অক্টোবর রোববার সকালে ইটনা উপজেলার সদর ইউনিয়নের বড় বাজারের বিভিন্ন সবজির দোকান ঘুরে দেখা যায় ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়াও আলু ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।ক্রেতা শফিক মিয়া জানান, দিনদিনই বাড়ছে সবজির দাম। আমরা সাধারণ মানুষ কি করবো, কীভাবে চলবো? এইগুলো কেউ দেখে না। ৫০০ টাকা নিয়ে বাজারে আসলে কিছুই কিনতে পারি না। অন্য একজন ক্রেতা সুলাইমান জানান, ডিমের দাম ৮০ টাকা হালি আর কাঁচামরিচ ৫০০ টাকা কেজি। সারাদিন কাজ করেও ৫০০ টাকা রুজি হয় না আর বাজারে আসলে মাথা ঘুরে।সবজি ব্যবসায়ী বিপ্লবী দেবনাথ বলেন, আমরা সব সবজি বেশি দামে কিনতে হয় আবার আড়ত থেকে নৌকা দিয়ে আনতেও অনেক খরচ হয়। যেমন কাঁচামরিচ ৪৬০ টাকা নিয়ামতপুর আড়ত থেকে কিনেছি আনতে গিয়ে আরও খরচ, যার জন্য ৫০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।সাধারণ মানুষ অভিযোগ করছে, উপজেলা প্রশাসনসহ কোনো দপ্তরের বাজার পরিদর্শন বা মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে সব কিছুর দাম বাড়িয়ে বিক্রি করে।উল্লেখ্য, ১ মাস ধরে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট না থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অফিসের ফাইলপত্রের কাজ করেই হিমশিম খাচ্ছে। যার ফলে বাজারের দিকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না।