• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট দেরিতে অবতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজের দুটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। ১৩ অক্টোবর রোববার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ও এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট অবতরণের শিডিউল ছিল।এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা দেখা দেয়। এ কারণে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। বিমান বাংলাদেশের নির্ধারিত একটি ফ্লাইট ও বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা হয়নি। বর্তমানে আকাশ পরিষ্কার হয়েছে। এ দুটি ফ্লাইট বেলা ১১টার পরে অবতরণ করে।সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকালে হঠাৎ করে আকাশ কুয়াশায় ছেয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকে। কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়।