• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৮:৪১ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৮:৪১ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেনা গৌরব পদক লাভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর ২০২৪-২০২৫ বছরে সেনা গৌরব পদক লাভ করেছেন।উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর চলতি ২০২৪ সালের জুলাই মাসে সৈয়দপুর সেনানিবাসের এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের গুণগত ও মানসম্মত শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছেন।এদিকে, উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই সেনাবাহিনীর সেনা গৌরব পদক পাওয়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।