জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায় বললেন ট্রাম্পপুত্র
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত করতে চায়, আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি একে বিপজ্জনক এবং উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পালটা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফ্রান্স জানিয়েছে, ফ্রান্স এবং যুক্তরাজ্যও একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।যুক্তরাষ্ট্রের নেওয়া এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে।এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যেও এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পপুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার কড়া ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপ শুধু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে।