• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৪:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৪:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাবিতে ভালবাসা দিবসে ‘প্রেম বঞ্চিত সংঘ’র বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি: কথায় আছে প্রেম সবার কপালে জোটে না। তেমনি কথার প্রতিফলন দেখা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) প্রেম বঞ্চিত সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশে। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষম বণ্টনের দাবিতে প্রতিবারের মতো এবারও বিক্ষোভ মিছিলে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।১৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের আয়োজনে প্রেমের দাবিতে ক্যাম্পাসের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে অংশগ্রহণকারীরা, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না,  প্রেমের নামে প্রহসন বন্ধ করো, যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে, তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত, এমন নানান স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।প্রেম বঞ্চিত সংঘের সভাপতি ওমর সাফি বলেন, ভালোবাসা বলতে শুধু প্রেমিক-প্রেমিকা হবে এমনটা নয়। আমরা দূর-দূরান্ত থেকে বাবা-মাকে ফেলে এসে ক্যাম্পাসে বসবাস করি, সে ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার ঘাটতিটা আমাদের শিক্ষকদের ভালোবাসা দিয়ে পূরণ করতে চাই। শুধু ভাল ছাত্র-ছাত্রীরাই ভালোবাসা পাবে এমনটা যেন না হয়।প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, প্রেম থেকে বঞ্চিত শুধু তরুণ-তরুণী না, পিতা-মাতা হতে পারে, সন্তান হতে পারে, এ ছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। আমরা চাই এসব বৈষম্য বন্ধ হোক, আর সর্বত্র প্রেম ছড়িয়ে পড়ুক।