• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা। সেই কলা ছড়িয়ে পড়ছে বিভিন্ন হাট-বাজারে। না জেনে বুঝে অনেকেই খাচ্ছেন এসব কলা।উপজেলার বেশ কয়েকটি কলার আড়ত ঘুরে জানা যায়, দ্রুত কলা পাকানোর জন্য অনেকটা প্রকাশ্যেই নিষিদ্ধ রাইপেন, ইথেন প্লাস, কার্বাইট মেশানো পানি স্প্রে করা হচ্ছে। মানবদেহে আয়রনের ঘাটতি পূরণের এই কলা রাসায়নিকের কারণে ১ থেকে ২ দিনের মধ্যে পেকে যাচ্ছে। পাকা ভেবে এসব কলা খেয়ে পাচ্ছেন না আসল স্বাদ।কলা পাকাতে এসব নিষিদ্ধ রাসায়নিক আসলে আসে কোথা থেকে? খোঁজ নিয়ে জানা গেল, সদরপুরের কৃষি পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে অবাধে বিক্রয় হচ্ছে রাইপেন ও কার্বাইট। অকপটে এসব রাসায়নিক বিক্রির কথা স্বীকারও করছেন বিক্রেতা।বিষযুক্ত এসব কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে জানালেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুয়েলিয়া জাহান আঁচল।কোন কাঁচা ফল রাসায়নিক দিয়ে পাকানোর প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই ইথিলিন প্রডিউস হয়ে ফল পাকে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।নিষিদ্ধ রাসায়নিকের স্প্রে ঠেকাতে কৃষি অধিদপ্তর এবং উপজেলা প্রসাশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানালেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‌কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা।কলা পাকানোর খেত্রে ক্ষতিকর কেমিক্যালের বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে, সে বিষয়ে সতেচন আছেন বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল। তিনি বলন, বিষমুক্ত ফল সরবারাহে ব্যবসায়ীদের আরও সচেতন হওয়া দরকার, সেই সঙ্গে ক্রেতাদের থাকতে হবে সতর্ক।