• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৭:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৭:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বিসিএস শিক্ষা সমিতির সাধারণ সভা

ঢাকা কলেজে প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে  ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিসিএস শিক্ষা সমিতির বার্ষিক সাধারণ সভা।৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বিসিএসের বিভিন্ন ব্যাচের ও ভিন্ন ভিন্ন জেলার কর্মরত শিক্ষা ক্যাডারগণকে নিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। জুমার নামায ও দুপুরের খাবারের জন্য সাময়িক বিরতির পর অনুষ্ঠান সন্ধ্যা নাগাদ সমাপ্ত হয়।বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশের সাধারণ শিক্ষকবৃন্দ সভায় যোগদান করেন। অনুষ্ঠানে যোগদান করা শিক্ষকবৃন্দে হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুনে ক্যাডারগণের দাবি দাওয়াসমূহ প্রদর্শিত হয়। সেগুলোতে ছিলো, অবিলম্বে যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি চাই, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, সরকারি আলিয়া মাদ্রাসায় নন-ক্যাডার নিয়োগ পাঁয়তারা বন্ধ করতে হবে, অধ্যাপক পদ তৃতীয় গ্রেড করতে হবে,  আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে ইত্যাদি ইত্যাদি।সভার প্রধান অতিথি হিসেবে ফ্রান্স থেকে ভার্চুয়ালি যোগদান করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময় বিসিএস শিক্ষা সমিতির ৫৯৪ ও ২৯০ জন নিরপরাধ ভুক্তভোগীদের স্থায়ীকরণ সংক্রান্ত সমস্যা দ্রুততর সময়ে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী সম্মতি জ্ঞাপন করেন এবং শিক্ষকদের সকল যৌক্তিক সমস্যা দ্রুত সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।সবশেষে, শিক্ষা ক্যাডারগণের প্রশ্নোত্তর পর্ব শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বার্ষিক সাধারণ সভা।