• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৬:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৬:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, এই সরকার মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।১১ মে শনিবার দুপুরে বান্দরবানের বাস স্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতলা ভবন উদ্বোধন ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বীর বাহাদুর উশৈসিং বলেন, আজ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে প্রত্যেক জায়গায় উন্নয়ন হয়েছে। পাকা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কেয়াং, গির্জা এমনকিছু বাদ নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রত্যেকটি উন্নয়ন ও সকল নাগরিক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেয়া হচ্ছে।এরআগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান বাস স্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতলা ভবন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র সামসুল ইসলাম, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।