• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১১:০২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১১:০২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

দশ হাজার গাছের চারা রোপণ করবে নীলফামারী পৌরসভা

নীলফামারী প্রতিনিধি: ‘সবুজ নীলফামারী গড়তে’ নীলফামারী পৌরসভার উদ্যোগে শহরে দশ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে।১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের বড় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোকবুল হোসেন। পৌর নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। কারণ, এই গাছই আমাদের অক্সিজেন দেয়। শুধু গাছ লাগালেই চলবে না, এগুলোর পরিচর্যা করতে হবে।পৌরসভা সূত্র জানায়, শুধু বড় মাঠ এলাকায় নয়। শহরের বিভিন্ন এলাকায় দশ হাজার গাছের চারা রোপণ করা হবে। কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হবে।নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, বড় মাঠকে সাজাতে নানা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ শুরু হয়েছে। পুরো এলাকায় গাছের চারা রোপণ করা হবে। মূলত সবুজ নীলফামারী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।