রামগতিতে ৯ স্থানে বেড়ীবাঁধ ধস, মেরামত করলেন নৌপুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা এমনকি ভেঙে গেছে বেড়ীবাঁধও। নোয়াখালির রামগতিতে দুর্যোগ পরবর্তী ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ মেরামত করলেন নৌপুলিশ।২৮ মে মঙ্গলবার সকালে বড়খেরী নৌপুলিশ ইনচার্জ সদস্যদের সাথে নিয়ে ভেঙে যাওয়া বেড়ীবাঁধটি মেরামত করতে দেখা যায় ।তথ্যসূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে রামগতি মাছঘাট এলাকায় ব্লক ভেঙে বেড়িবাঁধটি ভেঙে যায় । তাৎক্ষণিক নৌ পুলিশ ইনচার্জ ফেরদৌস আহমেদ সাহসী ভূমিকায় বেড়িবাঁধটি মেরামত করেন। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় স্থানীয়রা।বড়খেড়ী নৌ পুলিশ ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রেমেল আঘাত হেনেছে রামগতির উপকূলীয় অঞ্চলে। প্রচণ্ড জোয়ারের কারণে বেরিবাঁধের ৯টি জায়গায় গর্ত হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বেড়ীবাঁধটি মেরামতের চেষ্টা করছি ।বাঁধ ধ্বসে পড়া স্থানে জিও ব্যাগ ও ব্লক বসানো হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, দ্রুত স্থায়ী সমাধান না করলে হয়তো এই বেড়ীবাঁধটি অচিরেই নদী গর্ভে বিলীন হতে পারে। তাই এর একটি স্থায়ী সমাধান চান তারা।