• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৩২:৩৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৩২:৩৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

দাড়ি-গোঁফ-চুল কেটেও রেহাই পেলো না আওয়ামী নেতা তুষার কান্তি

রংপুর ব্যুরো: রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন আমলি আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে করা নিরাপত্তায় সকাল ৯টায় তাকে আদালতে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই নুরুন্নবী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান তিনি। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ হত্যা চেষ্টা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ১১টি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সমবায় ব্যাংক ভবন অনিয়মসহ লুটপাটের অভিযোগ রয়েছে।১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। ১৮ আগস্ট তার পিতা আব্দুর রহমান বাদী হয়ে রংপুর অতিরিক্ত চিফ আদালতে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুষার কান্তি মণ্ডলসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।এর আগে ১৯ আগস্ট কোতয়ালি থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেয়। এতোদিন পালিয়ে ছিলেন তুষার কান্তি মন্ডল। মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে দাড়ি গোঁফ ও মাথা ন্যাড়া অবস্থায় ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়।