• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০৩:১৭:৩৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০৩:১৭:৩৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে।২৫ মার্চ মঙ্গলবার থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে সিলেট নগরীর গৌরিপুরে শহীদ মোঃ মুস্তাক আহমেদ ও এনাতাবাদে শহীদ ওয়াসিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য সচিব ডাঃ মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, কমিটির সদস্যবৃন্দের মধ্যে প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কৃষিবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ এবং  কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ সামিউল আহসান তালুকদার তুষার। আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি প্রমুখ।