• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৩:২৪:৩৮ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৩:২৪:৩৮ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

দৌলতপুরে সেচ পাম্পের মটর চুরি, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সেচ পাম্পের মটর চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ওই সেচ পাম্পের পাশ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের কামাল উদ্দিন (৪৫) ও মনোয়ার হোসেন রানা (৫২) দীর্ঘদিন এলাকায় ইন্টারনেট ও ডিস ব্যবসা করে আসছে। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই মনোয়ার তাকে ব্যবসার পাটনার থেকে সরে যেতে বলে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার দিকে বাজারে দুই জনের মধ্যে কথা কাটা কাটি হয় এবং মনোয়ার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন তিনি সেচ পাম্পে গিয়ে দেখেন তার পাম্পের মটর চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তারই জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।এ ঘটনায় কামাল উদ্দিন বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ মনোয়ার হোসেন রানা (৫২), সাগর হোসেন (৩৪) ও আব্বাস আলীসহ (৪০) ৫/৬ জনকে অজ্ঞাত করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে।এ বিষয়ে আড়িয়া ইউনিয়নের বিট অফিসার এসআই আশিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে একটি সেচ পাম্প চুরি হয়েছে ও একটি ডিয়াশলাইয়ের বক্সে ছোট পটকা বোম রেখে টেপ দিয়ে জড়িয়ে ভয় দেখানোর জন্য ফেলে রেখে গেছে চোর।