অগ্রণী ব্যাংকের শাখা ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, ম্যানেজারসহ আটক ৩
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংকের ৩ কর্মকর্তাকে আটক করেছে থানা পুলিশ।২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএনও এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত ১২টা পর্যন্ত কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন।পরবর্তীতে ১০ কোটি ১৩ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে উক্ত ব্যাংক শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মো. আবু জাফরকে আটক করে সাঁথিয়া থানা পুলিশ।অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার গরমিল পায়। পরবর্তীতে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে, সাঁথিয়া থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।