• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৯:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৯:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে পঞ্চাশ লক্ষ টাকার পণ্যসামগ্রী বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চল রামপালে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে জীবনমান উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।২৭ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ভাগা ব্রাঞ্চ অফিসে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ।ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সহায়তায় উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৫ জন  ব্র্যাক সদস্যকে দুই হাজার করে মোট ৫০ হাজার টাকা, ৫৩ জন মৎস্যচাষিকে বাগদা পোনার জন্য ৬ হাজার করে মোট ৩ লক্ষ ১৮ হাজার টাকা, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের জন্য ১৫ জন সদস্যকে ৩ হাজার ও মেরামতের জন্য আরও ১৫ শত করে মোট ৯৫ হাজার টাকা, ৮ জন সদস্যকে বসতিঘর মেরামতের জন্য ঢেউটিনসহ ৬ হাজার করে মোট ৪৮ হাজার টাকার মালামাল প্রদান করা হয়েছে। মোট সদস্যদের মাঝে ৫০ লক্ষ ৩ হাজার ৫ শত টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. রমজান আলী,  ব্র্যাকের ব্রাঞ্চ প্রগতির সিও বাদল সরকার, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার,  ব্র্যাকের ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ব্যানার্জী, শাখা হিসাব রক্ষক কর্মকর্তা রাবিন্দ্রনাথ মৃধা, ব্র্যাক কর্মকর্তা উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস, বিশ্বজিৎ কুমার ও জুলেখা পারভীন প্রমুখ।