• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল রোববার কুমিল্লার বুড়িচংয়ের বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ও আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রলীগ-যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এহতেশামুল হাসান ভুইয়া রুমি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান, বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও বালিখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি এম এ মতিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ-যুবলীগ নেতা আবদুস ছালাম বেগ, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার ফাউণ্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ আবদুল অদুদ, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার বিল্লাল হোসেন, কুমিল্লা ব্লাড ফাউণ্ডেশনের উপদেষ্টা গোলাম মোস্তফা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন।প্রধান অতিথি তার বক্তৃতায় কুমিল্লা টু মীরপুর মেজর এম এ গনি সড়কে দেয়া স্পিড ব্রেকারগুলো মার্কিং (রং) করে দেয়ার জন্য প্রথমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অনুষ্ঠানের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রলীগ-যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এহতেশামুল হাসান ভুইয়া রুমির দৃষ্টি আকর্ষণ করেন।আলোচকগণ মেজর এম এ গণি, অ্যাডভোকেট সিরাজুল হক, সুলতান আহমদ, অ্যাডভোকেট আমির হোসেন, প্রফেসর মফিজুল ইসলাম, অধ্যাপক মো. ইউনুস, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট আবুল হাশেম খান, ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার, মরহুম হারিজ খান ও আবদুর রাজ্জাক খান চৌধুরীসহ পরলোকগত বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিশিষ্টজন, সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন।এম এ মতিন সিক্স সি’র ব্যাখ্যা তুলে ধরে জীবনে সফল হতে এগুলো মনে-প্রাণে ধারণ করার জন্য যুবসমাজের প্রতি আহবান করেন। তিনি বলেন, মোহাম্মদ আবদুল অদুদ একজন মেধাবী সাংবাদিক। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার ফলাফলসহ ত্রিপল মাস্টার্স করেছেন। বিগত সময়ে তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিলে দু’বার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম অব ঢাকার নির্বাচনে ১ নম্বর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা দোয়া করি ও আশা করি, তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিলে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবেন।প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রলীগ-যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এহতেশামুল হাসান ভুইয়া রুমি কুমিল্লা ব্লাড ফাউণ্ডেশনের ৪র্থ বর্ষপূর্তিতে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি বলেন, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না।সভাপতি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান বলেন, মোশাররফ হোসেন খান চৌধুরী হলেন এমন ব্যক্তি, যিনি নিজস্ব বিলাসিতা পরিত্যাগ করে এলাকার উন্নয়নে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্টীয়ভাবে একুশে বা স্বাধীনতা পদকে ভূষিত করার আহবান জানান।