• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৩২:৩৬ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৩২:৩৬ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবির দানেশ ব্লাড ব্যাংকের নতুন নেতৃত্বে জাকির-ইমরান

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি’র নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের মো. জাকির হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ইমরান হোসেন ইমন।২৪ ফেব্রুয়ারি সোমবার দানেশ ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো খালেদ হোসাইন, সাবেক সভাপতি মো. আদনান হোসেন পিয়াল, সাধারণ সম্পাদক মো. রাইজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন সানজিদা মিথী, রিমা আক্তার, আসিফ মাহমুদ ও বাহার ইকবাল অনিক । যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো আসিফ মুন্না, বন্ধন কুমার সরকার ও ইরাত আহম্মেদ ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমন বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই পিয়াল ভাই এবং রাইজুল ভাইকে আমাদের ওপর ভরসা রেখে সুন্দর একটি কমিটি প্রকাশিত করার জন্য। দানেশ ব্লাড ব্যাংকে কাজ করে আমি সবসময় মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি। মানুষকে ব্লাড ম্যানেজ করে দিতে পেরে আমি যেমন আনন্দিত হয়েছি, আত্মতৃপ্তি পেয়েছি। ঠিক তেমনি ব্লাড ম্যানেজ না করতে পারলে আমি ব্যথিত হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনারাও নিজ নিজ দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের কাজ গুলো সহজ হয়ে যায়। এই সংগঠনকে আমি ভালবাসি, ভালবাসার জায়গা থেকে আমি কাজ করে যেতে চাই। যারা সংগঠনকে ভালবেসে কাজ করবে, মানুষের আস্থার প্রতিদান দিবে তারাই পরবর্তীতে সামনে আসবে।’নতুন কমিটির বিষয়ে সভাপতি মো. জাকির হোসেন রাজু বলেন , ‘দানেশ ব্লাড ব্যাংক হচ্ছে একটি সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। আমাদের প্রধান কাজ হচ্ছে ব্লাড ম্যানেজ করে দেওয়া। হাবিপ্রবি প্রায় ১৪ হাজার সদস্যের পরিবার, এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যাদের এই ব্লাড প্রয়োজন হয় একমাত্র আস্থা ও ভরসার জায়গা দানেশ ব্লাড ব্যাংক। এছাড়া ক্যাম্পাসের বাহিরে দিনাজপুর শহরের অনেক মানুষের ব্লাড ম্যানেজের কাজটি দায়িত্বশীলতার সাথে করে যাচ্ছি আমরা ব্লাড ব্যাংকের ভলান্টিয়াররা। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারি এবং দানেশ ব্লাড ব্যাংকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারি। এরকম একটা মানবিক সংগঠনের দায়িত্ব নিতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত ।’