• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:২০ (14-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:২০ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

পুলিশের মাথা ফাটাল মাওলানা তাহেরীর ভক্তরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা গিয়াস উদ্দিন আদ তাহরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে বাবুল মিয়া নামে আখাউড়া থানার এক এসআইয়ের মাথা ফেটে যায় ও বাম হাতে মারাত্মক আঘাত পান। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় ফিরে যান ।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব হাসান জানান, আহত পুলিশ সদস্যের মাথায় তিনটি সেলাই করা হয়েছে। বাম হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন।আহত এসআই বাবুল মিয়া জানান, ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মোগরা ইউনিয়নের নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। ওই ওয়াজ করছিলে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাঁদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কারণে মাহফিল সংক্ষিপ্ত করার কথা বলা হয় মাহফিল কর্তৃপক্ষকে। এসময় মাওলানা তাহেরী পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ আসার পথে তাহেরি ভক্তদের ছোঁড়া ঢিলে এসআই মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।