• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৩৪:৪৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৩৪:৪৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ও মাদক জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।৯ জানুয়ারি বৃহস্পতিবার ও ১০ জানুয়ারি শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনার হাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া এবং পাথরকোয়ারী বিওপি বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।