ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা
মেহেরপুর প্রতিনিধি: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত অবস্থা পড়েছেন। এছাড়া যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে এটি বন্ধে উদ্যোগ নেয়া হচ্ছে। এ সংক্রান্ত প্রায় ৩ হাজার রিট মামলা রয়েছে, কিছু মামলায় রায়ের অপেক্ষায় রয়েছি।আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।তিনি আরও বলেন, মুক্তিযদ্ধে স্মৃতি কমপ্লেক্সে যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস কাউকে মুছতে দেয়া হবে না।পরে তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী ২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন।এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি সকল কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশে মুজিবনগর ত্যাগ করেন।এর আগে ১৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছে রাত্রি যাপন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।