• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

টানা বৃষ্টিতে খুলনার অধিকাংশ সড়কই পানির নিচে: ভোগান্তিতে নগরবাসী

খুলনা ব্যুরো: টানা ৩ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। এতে নগরীর অধিকাংশ সড়কই পানিতে তলিয়ে গেছে। সে কারণে পুরো শহরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে প্রতিদিনে আয় রোজগার নিয়ে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন।রোববার সকাল ৬টা থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত খুলনা নগরীতে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।৩ দিনের অবিরাম বৃষ্টিতে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে থই থই করছে পানি। একই অবস্থা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউটে প্রবেশের রাস্তা এবং খেলার মাঠের। গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের খেলার মাঠেও হাঁটু সমান পানি।এছাড়া মুজমুন্নী, বাস্তহারা, নিরালা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বয়রা এলাকার রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। খুলনা সিটি করপোরেশন এলাকার মধ্যে প্রায় ১ হাজার ২১৫টি সড়ক অধিকাংশই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।তবে সোমবার দুপুরের পর থেকে টানা বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তিনি।