বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা
নওগাঁ প্রতিনিধি: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।১৪ এপ্রিল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়। রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা।বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।অপরদিকে, জেলার বদলগাছীতে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী এম.কে.ডি ক্রীড়া চক্রে আয়োজনে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।শোভাযাত্রার নেতৃত্ব দেন এম.কে.ডি ক্রীড়া চক্রের সভাপতি মজিদুল ইসলাম। শোভাযাত্রাটি মির্জাপুর ও খলশি বাজার ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়।এতে উপজেলার বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক দুলাল আহমদ, এম.কে.ডি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।