• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:১৬:২৫ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:১৬:২৫ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে হামদর্দ ল্যাবরেটরিজ উপ-পরিচালকের মতবিনিময়

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক (প্রশাসন) মিজানুর রহমান মতবিনিময় সভা করেছেন। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ সভার আয়োজন করা হয়।চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ফাহিম, সদস্য মো. অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, মো. মহসিন, আবদুল কাদের মিয়াজি, মো. আবুল বাসার, মো. সেলিম, মো. সাহাব উদ্দিন ও নুর আলম ছিদ্দিক রাজু।এসময় হামদর্দের এ.ডি. মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস পরিশ্রম করে সমাজকে আলোকিত করার যে মহান দায়িত্ব আপনারা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে এসেছে। আর এই পথচলায় আপনাদের ইতিবাচক সহযোগিতা একান্তভাবে কাম্য। সাংবাদিকদের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান জানান তিনি।এর আগে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে ফুল দিয়ে অতিথিকে বরণ করেন সাংবাদিকরা।