• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৩:২৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৩:২৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

ইটনায় সেনাবাহিনীর হাতে বিদেশি মদসহ নারী আটক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় বিদেশি মদ, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ জমিলা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।১ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জমিলা খাতুন মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের স্ত্রী।সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১৮ বোতল বিদেশি মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ জমিলা খাতুনকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মালামালসহ জমিলা খাতুনকে ইটনা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।