• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:০৮ (26-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:০৮ (26-Nov-2024)
  • - ৩৩° সে:

জৈন্তাপুরে শিশু ও প্রসূতি মায়েদের মাঝে মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের জৈন্তাপুরে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও গর্ভবতী নারীর পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার বেলা ১২টায় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়িতে এই মশারি বিতরণ করা হয়।সংশ্লিষ্ট ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকার ৫২টি পরিবারের মাঝে ৫ বছরের নিচে শিশু ও গর্ভবতী নারীদের মাঝে ৬৫টি মশারি বিতরণ করা হয়।মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ তানভীর রহমান, ব্র্যাক জৈন্তাপুরের ফিল্ড অর্গানাইজার বাচ্চু রাম দাস, ব্র্যাক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ সালাউদ্দিন ও হীড বাংলাদেশের ফিল্ড লেভেল স্টাফ চৈতী দত্ত।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকার ম্যালেরিয়া নির্মূলে দেশের প্রত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মশারি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ম্যালেরিয়া নির্মূলে সরকারি সকল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আনন্দের সাথে জানান, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় ২০১৮ সালের পর জৈন্তাপুর উপজেলায় কোনো ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়নি।