• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

চবিতে ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ হামলায় ববিতে মশাল মিছিল

ববি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে শুরু করে গ্রাউন্ডে মশাল মিছিলটি শেষ করেন তারা।এসময় বক্তারা বলেন, রাষ্ট্রপতি চুপ্পুর কর্মকাণ্ড আমাদের আন্দোলনকে বিতর্কিত করার প্রচেষ্টা বলে মনে হচ্ছে। বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র চলছে। অবৈধভাবে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্টকে দ্রুত তার পদ থেকে অপসারণ করা উচিত। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এসব সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।গণমাধ্যম থেকে জানা যায়, চট্টগ্রামে গত সোমবার ভোর ৪টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় আপ্যায়ন নামে এক দোকানে হামলা করে। এরপর আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে বলে স্থানীয়রা জানান। সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্র হামলা করে ছাত্রলীগ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।মিছিলে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।