• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৪১:৩২ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৪১:৩২ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

সাইনবোর্ডে মসজিদ ভাঙচুর, মুসল্লিদের রাস্তা অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মসজিদের দেয়াল ভাঙচুরের অভিযোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ মুসল্লিরা।৪ মার্চ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড মোড়ে মিতালী মার্কেট কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ড থেকে চিটাগাং রোড পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মুসল্লীরা বলেন, এই মসজিদ একটি ওয়াকফ জায়গার উপর নির্মিত, এখানে প্রায় ৩০ বছর যাবত এলাকাবাসী নামাজ আদায় করে আসছে। এটি পুনরায় নতুন করে নির্মাণের কাজ চলছে। কিছু লোক মসজিদ কমিটিতে ঢুকে লুটপাট করার অপচেষ্টা  চালাচ্ছে।আন্দোলনকারীদের অভিযোগ, যারা মসজিদের কমিটিতে ঢুকে লুটপাটের অপচেষ্টা চালাচ্ছে তারা এই ভাঙচুরের সাথে জড়িত। অবিলম্বে মসজিদ ভাঙচুর কারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানা, হাইওয়ে পুলিশ ও জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল গিয়ে মুসল্লিদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয় এবং এ ঘটনা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।