• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফকিরহাটে অনুষ্ঠিত হল ৫ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান।মন্দির কমিটি জানান, অত্র কালি মন্দির চত্ত্বরে ২৬ মে বিকেল ৫টায় নীলা কীর্তন গান ও নামযজ্ঞানুষ্ঠানের অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।২৭, ২৮, ও ২৯ মে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ৩০ মে প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা দধি মঙ্গল, মধ্যাহ্নে শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহোৎসবের প্রসাদ বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫ দিনব্যাপি এই ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দের আগমন ঘটে।মানসা কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার আঁশ বলেন, জগতের কল্যাণের জন্য এই নামসংকীর্তনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার ৭টি সম্প্রদায় অংশগ্রহণ করে নাম রসমৃত অংশগ্রহণ করেন। এছাড়া লী কীর্তন পরিবেশনা করেন সাতক্ষীরা থেকে আগত কুমারী আসালতা ও তার দল।মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল বলেন, মানসা কালি মন্দিরে এই প্রথমবারের মত নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্যান্ত সুষ্ঠ, ও সুন্দর পরিবেশে নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। আগামীতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করবেন বলে তিনি জানান।