• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৪:১২:৪৩ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৪:১২:৪৩ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা শহরের নিমগাছি ফুলবাগান এলাকায় একটি বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনজিও কর্মী নাজরিন বেগম।এ সময় তিনি বলেন, প্রায় ৮ মাস আগে তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার আমার কাছে ছেলের বাইকের ঋণ ও ব্যাংক ঋণ শোধ করার কথা বলে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নেয়। পরে ৬০ হাজার শোধ করলেও তার কাছে এখনও ২ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। এ টাকা চাইতে গেলে নানারকম টালবাহানা শুরু করে। এমনকি সে নিজে ও তার গুন্ডাবাহিনী দিয়ে কয়েক দফায় পথরোধ করে আটক করেছে।তিনি আরও বলেন, অফিসে ও বাসায় দফায় দফায় লোকজন পাঠিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। পাশাপাশি উলটো চাঁদা দাবি করছেন তার গুন্ডাবাহিনী। হুমকির প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী নাজরিন বেগম। এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।